রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

=এত পিচ্ছির প্রেম=

॥তুদে দেখা তোয়ে দানা তানাম॥ প্রেম কি শুধু কিশোর , যুবক আর তরুণদের জন্য ? আজ আপনাদের এক পিচ্চির প্রেমকাহিনী শোনাবো । সত্যি ঘটনা । । শুভ্র , ক্লাস টু এর ছাত্র । দুষ্টুমির রাজা , মনে মনে নায়ক । যৌথ পরিবারের একম
াত্র শিশু সদস্য হওয়ায় অল্প বয়সেই পেকে গেছে । শাহরুখ , হৃতিক এর সকল ডায়ালগ তার মুখস্থ । ইঁচড়ে পাকার সাইড এফেক্ট হিসাবে তার মাথায় ঢুকল বন্ধুদের সামনে হিরো হতে হলে তাকে প্রেম করতে হবে , গার্লফ্রেন্ড বানাতে হবে । কি করা যায় …... টার্গেট করা হল ক্লাসের সবচেয়ে সুইট মেয়ে টুনিকে । এবার মিশনে নামার পালা । ভেবে চিন্তে নামতে হবে , নইলে টিচারের হাতে ধরা খাওয়ার সমূহ সম্ভাবনা । টিফিনের সময় পাশে কেউ থাকে না , এটাই বেস্ট সময় । প্রথমে প্ল্যান ছিল তার কয়েকজন বন্ধু টুনিকে এটাক করবে , সে যেয়ে হিরোর মতো এন্ট্রি মারবে । কিন্তু কেউ টিচারের মারের ভয়ে রাজি হলনা । কি আর করা , একশন হিরো না হয়ে বাধ্য হয়ে রোম্যান্টিক হিরোর পার্ট নিতে হল । ফিল্মের অনেকগুলি ডায়ালগ থেকে খুব পছন্দের একটি ডায়ালগ সিলেক্ট করা হল , ফুল থেকে চকোলেট দিলে খুশি হওয়ার সম্ভাবনা বেশি । তাই জমানো টাকা থেকে একটা কিটকেট কেনা হল । শেষ মুহূর্তে কি মনে করে জানি চকোলেটের সাথে একটা ফুল যোগার করে শুভ্র গেল প্রপোজ করতে । সবাই তখন টিফিন খাচ্ছিল বা খেলাধুলায় মগ্ন । বিভিন্ন পজিশনে তার বন্ধুরা পাহারায় আছে , কোন টিচার দেখলেই সংকেত দিবে । অনেক সাহস নিয়ে মামার কৌটো থেকে চুরি করা জেল মাখা চুল আর বোতাম খোলা ইউনিফর্ম নিয়ে শুভ্র গেল টুনির সামনে । টুনি তখন তার বান্ধবীর সাথে টিফিন খাচ্ছিল । বাম হাতে চকোলেট , ডান হাতে ফুল , টুনির সামনে ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসলো শুভ্র , ফুলটা বাড়িয়ে ধরে মিষ্টি গলায় গান ধরলো............ -তুদে দেকা তো ইয়ে দানা তানাম -পেয়াল হোতা হে দিবানা তানাম -আব ইহা তে কাহা দাউ হাম -তেলে বাঊ মে মাল জাউ হাম ......। চোখ গোল গোল করে তাকিয়ে টুনি বলল- -এই তুবরও , কি বল ? বুজি না তো । টাস্কি খেয়ে গেল শুভ্র । টুনি যে হিন্দি নাও বুঝতে পারে সেটা তো আর চিন্তা করে দেখেনি সে । এখন উপায় ? বন্ধুদের সামনে তার
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন