রবিবার, ২০ জানুয়ারী, ২০১৩

মেয়েটার জন্য

নিশি কেমন একটু ইতস্তঃ করতে লাগলো । আসলে আমার প্রস্তাবটা ঠিক মেনে নিতে পারছে আবার ঠিক ফিরিয়েও দিতে পারছে না । লিয়া ফোনে কার সাথে যেন কথা বলছিল, কথা শেষ করে নিশিকে বলল
-কি হল ? অপু আসবে তোর সাথে ?
নিশি চট করে একবার আমার দিকে তাকালো ! তারপর লিয়ার দিকে !
লিয়া বলল
-দেখ, বাইরের পরিস্থিতি কিন্তু ভাল না । তোকে একা ছাড়তে ঠিক মন চাইছে না । আর অপু যেহেতু ঐ দিকেই যাচ্ছে তোর সাথে যাক ! 
আমার মনে খানিকটা সন্দেহ দেখা দিল যে নিশি এখনই বলবে থাক আমি একাই যেতে পারবো ! কিন্তু আমি সেই সুযোগ কেন দিবো ওকে ! আমি বলল
-একটু আগে শাহবাগে পুলিশের সাথে অবরোধ কারীদের একটা সংঘর্ষ হয়েছে ! মিরপুর যাওয়ার পথে আরো এরকম বেশ কয়েকটা পয়েন্ট আছে আছে যেখানে ঝামেলা হতে পারে । 
লিয়া বলল
-আরে হ্যা ! বিপদের কথা তো বলা যায় না । তুই অপুর সাথে যা ! 
এই বার ইমোশনালী ব্ল্যাকমেইলের পালা !! আমি বললাম
-আচ্ছা আমার সাথে যদি নিশির রিক্সায় চড়তে অসুবিধা হয় তাহলে আমি বরং না যাই ! আমি ওর পেছন পেছন রিক্সা নিয়ে আসছি ! ঠিক আছে !
আমি জানতাম নিশি এবার কিছু বলবে ! নিশি বলল
-না মানে অসুবিধা কেন থাকবে ? আসো সমস্যা নাই ! একসাথেই যাই ! 
লিয়া কে রেখেই রিক্সায় উঠলাম । 
লিয়া বলল
-সাবধানে যাস ! আর অপু, মারামারি দেখে নিশিকে ছেড়ে পালিয়ে যেও না যেন !! মেয়েরা কিন্তু এই টাইপের ছেলে একটুও পছন্দ করে না । 
আমি কেবল হাসলাম । আমি ঠিকই জানি লিয়া কিসের ইংগিত দিল !!!
রিক্সা চলতে শুরু করলো !
জীবনের এই প্রথম কোন রাজনৈতিক দলকে একটা প্রাণ ঢালা অভিনন্দন জানাতে ইচ্ছা করছে । আজকে যদি অবরোধ না হতে নিশির সাথে কি রিক্সায় চড়টে পারতাম ??
অবরোধ কারী জিন্দাবাদ !!

ভার্সিটিতে একটা ক্লাস হওয়ার কথা ছিল । যদিও জানতাম হবে না কিন্তু আসতে হল । আসতে হল নিশির জন্যই । যদি মেয়েটা আসে ? ওকে না দেখলে কেমন জানি লাগে বুকের ভিতর ! বিশেষ করে ওর গোলাপী ঠোটের হাসি ! 
একবার অবশ্য মনে হয়েছিল যে নিশিও বোধ হয় আসবে না । কারন মিরপুর থেকে এতোদুর একটা মেয়ের পক্ষে আসা টা একটু কষ্টকর । কিন্তু দেখলাম নিশি এসেছে আগেই । মনে হয় ভার্সিটির বাসে । মনটা ভরে গেল আনন্দে ! যাক আজকের দিনটা্তে মেয়েটাকে আরো কিছুক্ষন মেয়েটাকে দেখতে পাবো ! 
কিন্তু ভাগ্য এতো ভাল হবে কে জানতো । ক্লাস হল না । ১১ টার ভিতরেই ডিপার্টমেন্ট ফাকা ! আমি বসে আছি নিশির জন্য ! নিশি বসে আছে কার জন্য কে জানে । 
এমন সময় লিয়া আর নিশিকে আসতে দেখলাম । নিশির খুব বেশি কথা না বললেও লিয়ার সাথে আমার সম্পর্ক ভাল । আমার কাছে এসে লিয়া বলল
-এখন কি বিপদের পড়লাম বলত ? 
আমি বললাম
-কেন ? কি হল ?
-আরে মিরপুরের একটা বাসও নাই । নিশি কিভাবে বাসায় যাবে বল ? আমি ওকে বললাম আসতে হবে না ! তবুও মাত্তব্বারী করে আসছে ! এই দিনে কখনও ক্লাস হয় !!
আমি ঠিক এমন একটা সুযোগ খুজছিলাম । বললাম
-নিশি কি মিরপুর যাবা ? আমার একটু তালতলায় কাজ ছিল ! একসাথে চল তাহলে !!
লিয়া বলল
-পারফেক্ট ! তোকে একা ছাড়তে সাহস হচ্ছিল না । অপু থাকলে সমস্যা নাই । তুই অপুর সাথে চলে যা !! ও সাথে থাকলে আমি নিজেই নিশ্চিন্তে থাকতে পারবো !!
নিশি চট করে আমার দিকে তকবার তাকাল ! 

রাস্তা বেশ ফাকাই ! অন্যান্য দিন এই ইংলিশ রোডটা পার হতে কম করেও ৩০ মিনিট লাগে ! কিন্তু আজকে পাঁচ মিনিটও লাগলো না ! এর কোন মানে আছে ! আর আজকে রিক্সায়ালাও যেন একটু জোরেই চালাচ্ছে !!
আমি রিক্সায়ালা কে বললাম 
-মামা এতো তাড়াহুড়া কেন করছেন ? একটি ধীরে চালান । 
রিক্সায়ালা বলল
-মামা রাস্তা ঘাটের অবস্থা তো ভালা না । জলদি জলদি যাওয়াই ভালা !

নিশি কিছুই বলছে না । চুপ করে অন্যদিকে তাকিয়ে আছে । যেন আমি এখানেই নেই ই !! 
আবার কানে হেডফোন লাগিয়ে গাল শুনছে ! 
আচ্ছা আমার দিকে কি একটু তাকানও যায় না ? মানলাম আমরা ভাল বন্ধু না কিন্তু ক্লাসমেট তো । প্রায় দুই আড়াই বছর আমরা একসাথে পড়াশুনে করছি ! তার উপর নিশি খুব ভাল করেই জানে যে আমি ওকে অনেক পছন্দ করি । ইনফ্যাক্ট আমি ওকে একবার প্রোপোজও করেছিলাম । 
আর নিশি এমন ভাবে বসে আছে যেন আমার গায়ে সাথে কোন রকম স্পর্শ না লাগে । কিন্তু রিক্সা একটু ঝাকি খেলেই নিশির সাথে আমা ধাক্কা লাগছে !! আমি জানি নিশির অস্বস্থি লাগছে ! আমার একটু ভালই লাগছে !! 
আমি ভেবেছিলাম নিশি হয়তো মিরপুর পর্যন্ত এই ভাবেই থাকবে । আমার সাথে একটা কথাও বলবে না । কিন্তু গুলিষ্টান পার হতেই নিশি হেড ফোন নামিয়ে রাখলো !
তারপর আমাকে অবাক করে দিয়ে বলল
-তোমার তালতলায় কোন কাজ নাই, তাই না ?
আরে এই মেয়েটা কিভাবে বুঝে ফেলল কিভাবে ? আমার কিন্তু আসলেই তালতলায় কোন কাজ নাই ! আমি কেবল নিশির সাথে একসাথে রিক্সায় চড়ার জন্যই কথাটা বলেছিলাম । 
আমি কিছু বলতে যাবো নিশি আবার বলল
-মিথ্যা কথা বলবা না ! সত্যি কথা বল !
আমি বললাম
-সত্যি বললে রিক্সা থেকে নামিয়ে দেবে না তো ! 
নিশি কিছুটা সময় আমার দিকে তাকিয়ে থেকে বলল
-না ! দেব না ! 
আমি একটু হসেস বললাম
-না ! আমার কোন কাজ নাই !
-কেন ? জানতে পারি ? 
-দেখ রাস্তার অবস্থা কিন্তু আসলেই ভাল না ! তোমাকে একা ছাড়তে যেমন লিয়া ভাল লাগছিল না, আমারও ইচ্ছা করছিল না তোমাকে একা ছাড়তে । 
-তাই ? আচ্ছা মনে কর এখান মারা বাধলো ! তুমি কি করবা ? আমাকে বাঁচাতে তাদের সাথে গিয়া ফাইট করবা ? সিনামার নায়কের মত ?
আমার মনে হল নিশির যেন খানিকটা আমাকে উপহাস করছে ! 
আশ্চর্য এই মেয়েটা আগে আমার দিকে ঠিক মত তাকিয়ে থাকতে পারতো না, সেই মেয়েটা আজ কত কঠিন কথা বলছে । আমি বললাম
-সিনেমার নায়ক দের মত হয়তো মারামারি করতে পারবো না কিন্তু তোমার দিকে আসা প্রত্যেকটা লাঠির কিংবা ইটের আঘাত নিজের শরীরে লাগাতে পারবো !! তোমার পর্যন্ত আসবে না ! 
নিশি মনে হয় এটা শোনার জন্য ঠিক প্রস্তুত ছিল না । আমার দিকে তাকিয়েই রইলো কিছুক্ষন । আমি বললাম
-অবশ্য তোমার সাথে রিক্সায় চড়ার সুযোগটাও আমি ছাড়তে চাই নি । যদিও তোমার মনে হচ্ছে যে আমার গা দিয়ে মনে হয় গন্ধ বের হচ্ছে !!
-মানে ?
না মানে ! যে ভাবে বসেছ আছো ! মনে হচ্ছে আমার গায়ের সাথে একটু স্পর্শ লাগলে তোমার যেন কি না কি হয়ে যাবে !
এই কথা শুনে নিশি একটু হাসলো !!

হায়রে !!
বুকের ভিতর কি যেন হাহাকার উঠল !! এই ঠোটের হাসি দেখার জন্য নির্দ্বিধায় গাড়ীর সামনে লাফ দেওয়া যায় !!

আমি বললাম
-আরো একটা কারন অবশ্য আছে ?
-কি ? 
-তোমার হাসি আর তোমার চোখ ! তুম যখন হাসো না তোমার চোখ কেমন একটা দ্যুতি ছড়ায় !!
-আচ্ছা !! কিন্তু আমার যত দুর মনে পড়ে তুমি তো আমার ঠোট দুটি বেশি পছন্দ করতে !!

ঠোঁট ?!!!??!??!
আমি খানিকটা লজ্জা পেয়ে গেলাম । 
আমা রপ্রথম দিককার কথা মনে পড়ে গেল ! যখন নিশিকে প্রথম ভাল লেগেছিল । সত্যি বলতে কি নিশির সব কিছুই আমার পছন্দ ছিল কিন্তু সব থেকে পছন্দের ছিল তার ঠিঁট দুটো ! গোলাপী জেলির মত ! 
মনে হত .......!!
কেবল মনে হত ......!!
থাক আর বললাম না কি মনে হত !! 

মেয়েটার জন্য সত্যি সত্যিই চোখে ঘুম নষ্ট হল । ঠিক করলাম যে আর না !! এবর কিছু করতেই হবে ! মানে প্রপোজ করতে হবে !!
কিছু করতে হবে এই লাইনের আবার ভিন্ন অর্থ বের করবেন না ! 
মনে হল যে একটু ভিন্ন ভাবে প্রপোজ করি । সত্যি সত্যি একদিন ওর সামনে গিয়ে হাজির হলাম ! তারপর ওকে ডাকদিলাম !
-নিশি !!
আগে নিশি সব সময় একটু সংকুচিত হয়ে থাকতো ! আগে ঢাকার বাইরে থাকতো তাই ঢাকার পরিবেশের সাথে তখনও ঠিক তাল মিলিয়ে উঠতে পারে নাই !
নিশি খানিকটা ইতস্তঃ করে আমার দিকে এগিয়ে আসল ! বলল
-বলেন ?
আমি যেন আকাশ থেকে পড়লাম ।
-বলেন ? ক্লাস মেট দের কে কেউ আপনি করে বলে !!
নিশি কিছু না বলে চুপ করেই রইলো !
আমি বললাম
-তোমার ঠোঁট দুটো আমার খুব পছন্দ ! তোমার ঠোটে একটা চুম খেতে চাই । 
আমার কথা শুনে নিশি চমকে উঠলো ! 
আমি আবার বললাম
-কিন্তু এইভাবে তো চুমো খাওয়া যায় না ! আমি ঠিক করেছি আগে তোমাকে বিয়ে করবো ! বিয়ের পর তোমাকে চুম খাবো !!
এবার নিশির বিশ্ময় যেন আর একধাপ বেড়ে গেল । আসলে নিশির ধারনাই ছিল না য কেউ ওর সাথে এমন ভাবে কথা বলতে পারে । 
আমি আবার বললমা
-সমস্যা আছে ! এখন তো আবার বিয়েও করা যাবে না । প্রেম অবশ্য করা যায় ! কি বল তুমি ! আমি তোমাকে অফিসিয়ালী প্রপোজ করছি ! কি বল তুমি ? প্রেম করবে আমার সাথে ? 
এবার দেখলাম নিশির চোখ দিয়ে পানি বের হয়ে এল ! 
আমি বললাম
-আরে আরে কান্নার কি হল ? আমার প্রপোজাল ফিরিয়ে দেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে তোমার ! এখনও না বলতে পরো ! আমি কেবল আমার মনে কথা টুকু তোমার কাছে বললাম ! 
নিশি আর দাড়ালো না ! চলে গেল ! 

-কি হল কি ভাবছো ? 
রিক্সা ততক্ষনে শাহবাগে চলে এসেছে !! 
সামনেই আমাদের কে একটা একটা পুলিশ দাড় করালো ! আমাদের কে বলল
-আপনারা কোথায় যাবেন ?
আমি বললাম
-মিরপুরের দিকে !
-মিরপুর রোড ঘুরে যেতে হবে ? বাংলা মোটরের দিকে একটু ঝামেলা হচ্ছে । রিক্সা নিয়ে যাওয়া যাবে না !!
নিশি বলল
-এতো ঘুরে যেতে হবে ?
পুলিশ বলল
-কিছু করার নেই ম্যাডাম ! এই দিক দিয়ে আমরা যাওয়া যাবে না !
আমি বললাম
সমস্যা নাই ! আমরা ঘুরেই যাচ্ছি !!
আসলে আমার মজাই লাগছিল । যতই ঘুরে যাবো ততই আমি নিশির সাথে বেশিক্ষন এক রিক্সায় থাকতে পারবো !! এর থেকে আনন্দের কি হতে পারে ?? 

সাইম্সল্যাবের কাছে এসে দেখলাম নিশি আমার দিকে তাকিয়ে আছে ! আমার দিকে তাকিয়ে বলল
-তোমার খুব মজা লাগছে তাই না ?
-হুম ! মজা তো লাগছে ! আমার পাশে এতো চমৎকার একজন মেয়ে বসে আছে আর সেই মেয়েটি একটু ভিত । বারবার মনে হচ্ছে কোন বিপদ হবে নাতো ! আবার সে এটা ভাবছে না খুব বেশি চিন্তার কারন নাই ! আমার পাশে একজন আছে যে সকল বিপদের হাত থেকে আমাকে বাঁচাবে !
নিশি মুখ ভেঙ্গালো আমাকে । তারপর বলল
-জি না !! আমি এসব কিছুই ভাবছি না !

ঐ দিন বিকালে লিয়া এসে হাজির আমার কাছে । পেছনে নিশি ! লিয়া সব সময় একটু উগ্র টাইপের মেয়ে ! কাউকে ঠিক ভয় পায় না ! আমার কাছে এসে বলল
-কি ব্যাপার তুই নিশি কে কি বলেছিস ?
-আমি ?
আমি খুব নিরিহ সাজার চেষ্টা করলাম । একটু হাসলাম । লিয়া বলল
-ঢং করবি না । ভাল করে বল ! কি বলেছিস ?
আমি বললাম
-আমি নিশি কে প্রোপোজ করেছি ! অফিসিয়ালী প্রোপোজ করেছি ! আশ্চর্য ভাল লাগলে বলবো না ?
লিয়া কিছু বলতে গিয়েও বলল না । তারপর আমার দিকে তাকিয়ে বলল
-এর পর থেকে তুই নিশির ধারে কাছে আসবি না !! মনে থাকে যেন !!
আমি নিশির দিকে তাকিয়ে বলল
-আচ্ছা !

ঐ দিন নিশি আর লিয়া যখন চলে যাচ্ছিল আমি ওদের দিকেই তাকিয়ে রইলাম । কেন যেন মনে হল নিশি আমার দিকে ফিরে তাকাবে !! 
কয়েক কদম এগিয়েছে এমন সময় নিশি আমার দিকে ফিরে তাকালো !
হায় !!
কি সেই চোখের দৃষ্টি !!
আমার সেদিনই মনে হল নিশির ঐ ঠোটে .......

নিশি আমাকে এড়িয়ে চলতো ! আমি যেদিকে যেতাম ও সেদিকে যেত না ! কিন্তু আমি ওর পিছু ছাড়লাম না ! আমার সব কাজেই এমন একটা ছায়া থাকতো যে আমি ওকে পছন্দ করি ! ওকে একদিন ফেবুতে ফ্রেন্ড রিকু পাঠালাম । 
ভেবেছিলাম ও গ্রহন করবে না । কিন্তু অবাক হয়ে দেখলাম ও আমার ফেবু হয়ে গেল । 
মাঝে মাঝেই ওকে মেসেজ পাঠাতাম । বিভিন্ন কথা বলতাম । কিন্তু ও ঠিক জবাব দিত না । দিলেও কেমন একটা সাধারন ভাব থাকতো ! ভাল আছি !! ভাল নাই এই সব !!

তোমার জন্য এই এনেছি 
ভালবাসার রং 
অনেক হয়েছে, অনেক সয়েছি 
তোমার যত ঢং !
একবারও কি বলবে না তুমি
একটা মাত্র কথা !
দুরে দুরে থাকবে কত 
বাড়াবে বুকের ব্যাথা !
তোমার জন্য বসে আছি 
নিয়ে বুকে চোট !
কবে আসবে ভালবাসা 
আর তোমার মিষ্টি ঠোট !

একদিন এইটা স্টাটাস দিলাম । দেখলাম নিশি নিজেও সেটা লাইক দিয়েছে । ঐদিন ও আমাকে চ্যাটে নকও করলো !
আমাকে বলল 
-আমার এই রকম স্টাটাস দেওয়া ঠিক হয় নি !
আমি বললাম
-কেন ? কি হয়েছে ?
-তোমার ঐ কবিতা পড়ে আমার সব বান্ধবীরা হাসাহাসি করছে !! 
-কেন? খুব কি হাসির কবিতা লিখেছি ?
-দেখ তুমি যে রকম আচরন কর সবাই কিন্তু বুঝে যায় !
-কি বুঝে যায় ?
-বুঝে যায় যে .....।
-যে ????
নিশি কিছুক্ষন কিছু লিখলো না !! আমি লিখলাম
-জানো কষ্ট টা এই খানেই ! যাকে বোঝেতে চাই সেই বোঝে না !!

রিক্সা ভ্রমন আসলেই খুব উপভোগ করছিলাম । বারবার বিরোধী দল কে ধন্যবাদ দিটে লাগলাম !! যদি তারা অবরোধ না দিতো তাহলে তো এই চমৎকার রিক্সা ভ্রমন হত না !!

বিরোধীদল জিন্দাবাদ !! 

কিন্তু একটু বিপদ হয়েই গেল ! রিক্সা যখন আড়ং এর কাছে তখন দেখলাম কিছু পিকেটিং কারী এদিকে আসছে !! তারমনে আসলেই একটু বিপদে পড়তে হল ! রিক্সায়ালা রিক্সা থামিয়ে দৌড় মাড়লো ! আমি কোন মতে নিশির হাত ধরলাম । তারপর ওকে প্রার জোর করেই রিক্সা থেকে নামিয়ে দৌড় দিলাম ! সামনেই আড়ংয়ের সোরূম !! যদিও সাটারটা হাফ নামানো ছিল কিন্তু দেখলাম ওটার ভিরতকার গেট টা খোলা !! কোন মতে সাটার টা খুলে নিশিকে নিয়ে ভিতবে ঢুকে পরলাম !! দেখলাম আরো অনেকই আছে সেখানে !!
রিক্সা থেকে নামার সময় নিশির হাত ধরেছিলাম । এখনও সেটা ছাড়ি নি ! আর একটা জিনিস দেখলাম আমি যেমন নিশির হাত ধরে আছি নিশিও ঠিক তেমনি আমার হাত ধরে আছি ! আমি ওর হাতের চাপ অনুভব করতে পারছি !
কিছুক্ষন পরে আমি বললাম
-আচ্ছা আমি দেখে আসি বাইরে কি অবস্থা !
-না যেতে হবে না ! 
এই কথা বলে নিশি আমার হাতটা আর একটু জোরে চেপে ধরলো ! যেন আমাকে যেতেই দিবে না !!
আমার এটা ভাল লাগলো খুব !!
-আরে বাবা আমি দেখে আছি কি অবস্থা ? সারা দিন তো আর এখানে থাকা যাবে না ! তাই না !
-আমিও আসছি তোমার সাথে !!
নিশি নিজেও বেরিয়ে এল !!!

যখন আড়ং থেকে বের হলাম তখন রাস্তা বেশ পরিস্কার হয়ে গেছে ! আমাদের রিক্সায়ালা কে আসতে দেখলাম ! আবারও আমাদের রিক্সা ভ্রমন শুরু হল ! 
একটা জিনিস আমি লক্ষ্য করলাম নিশি আমার হাতটা ধরেই রেখেছে !!
জীবন টা আসলেই খুব সুন্দর মনে হল !!
এই ভাবে যদি সারা জীবন নিশির হাত ধরে রাখতে পারতাম তাহলে কি চমৎকারই না হত !!!

নিশি যখন নিজের হাতটা সরিয়ে নিতে গেল তখন আমি ওর হাতটা ছেড়ে দিলাম না ! 
নিশি কেবল আমার দিকে তাকালো !! চোখে কিছু একটা জিজ্ঞাসা !!
আমি কেবল বললাম
-আমি কিছুতেই তোমার হাত ছেড়ে দিবো না !! যে কোন পরিস্থিতিই আসুক না কেন !!
নিশি অন্য দিকে তাকালো !!!

রিক্সা চলছে ! বাতাসে নিশির চুল উড়ছে ! আমি ওর দিকে লক্ষ্য করলাম !! ওর ভেজা ঠোট কেমন যেন একটু কাঁপছে ! 
আমার জন্য কি কাঁপছে ?

শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৩

শুরু করতে চান অ্যাফিলিয়েট মার্কেটিং ****


ইন্টারনেট থেকে ভালো আয়ের ক্ষেত্রে সবচেয়ে উপযোগি একটি মাধ্যম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এই মাধ্যমে আপনি অন্য যেকোনো আয়ের উপায় যেমন অ্যাডসেন্স থেকেও বেশি আয় করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি বিষয় যার মাধ্যমে প্রথমত আপনি কারো বা কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবা প্রমোট করবেন। এখন কোনো ভিজিটর যদি আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে ঐ পণ্য বা সেবা কিনে থাকেন, তাহলে আপনি একটি নিদ্দিষ্ট পরিমান কমিশন পাবেন। আপনার মার্চেন্ট অর্থাৎ আপনি যার পণ্য বিক্রি করছেন তিনি আপনাকে পেপাল অথবা অন্য কোনো পেয়িং মেথডের মাধ্যমে আপনার কমিশন পরিশোধ করবেন।

***অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হলে***
--------------------------------------------------

অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি দুইভাবে আপনার আয় শুরু করতে পারেন। একটি ব্লগ লিখে, অপরটি একটি নিশ সাইট তৈরি করে। অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হলে প্রথমত আপনাকে প্রোডাক্ট নিয়ে ভালো মত রিসার্স করে নিতে হবে, এমন পণ্য টার্গেট করতে হবে যেটি ভিজিটররা শুধু পছন্দ করেন এটি নয়, এটি তাদের কেনা প্রয়োজন এমন পণ্য। ইন্টারনেটে বিভিন্ন টুলস, অ্যাফিলিয়েট প্রোড্রাক্ট ডিরেক্টরি, অ্যাফিলিয়েট নেটওয়ার্কের মাধ্যমে আপনি আপনার কাংখিত পণ্যটি বাছাই করতে পারবেন, পাশাপাশি বুঝতে পারবেন বাজারের চাহিদা এবং যেটি ভালো সেলস এনে দিতে সক্ষম। এবার রেডি করতে হবে আপনার এফিলিয়েট সাইটটি, মাথায় রাখতে হবে সাইটটি যাতে এসইও ফ্রেণ্ডলি হয়। পেজ স্ট্রাকচার থেকে শুরু করে সবি যাতে থাকে অনুকূলে। এবার প্রয়োজন মাফিক সেলস পেজ তৈরি করতে হবে। এরপর আপনাকে যেই বিষয়ে ফোকাস করতে হবে তা হচ্ছে আপনার সাইটের ভিজিটরদের উপযোগি পণ্য আপনাকে প্রদর্শণ করতে হবে ও আপনার লেখনির মাধ্যমে ঐ পণ্য কেনায় তাদের উৎসাহিত করতে হবে যাকে আমরা এফিলিয়েট মার্কেটিং এর ভাষায় বলে থাকি প্রডাক্ট রিভিউ (Product Review)। তারপর আপনাকে সাইটে ভালো ট্রাফিক আনার বিষয়ে গুরুত্ব দিতে হবে, ট্রাফিক না থাকলে প্রডাক্ট সেল করবেন কার কাছে !!! আমরা হয়তো অনেকেই জানি ট্রাফিক = টাকা ( Traffic = Money)। যখন আপনার ব্লগ বা সাইটে ভালো ট্রাফিক আসতে শুরু করবে তখন আপনি এই ট্রাফিকগুলোকে sells এ রূপান্তর করতে পারবেন আর আয় হবে হাজার হাজার ডলার। যার মাধ্যমে আপনি আপনার কাংখিত আয় করতে পারবেন। সৌভাগ্যবশত ইন্টারনেট হলো ভিজিটরের জন্য সঠিক পণ্যটি বাজারজাত করার একটি বিশাল তথ্যভান্ডার। এক নজরে দেখে নিন অ্যাফিলিয়েট মার্কেটিং এর অভারল প্লানিং গুলো যা আমি সব সময় ফলো করি...

* প্রোডাক্ট রিসার্স (চাহিদা সম্পন্ন প্রফিট এবল পণ্য নির্বাচণ করবেন)
* কিওয়ার্ড রিসার্স (সার্চ ইঞ্জিন থেকে টার্গেটেড ভোক্তা প্রোডাক্ট বেস কিওয়ার্ড নির্বাচন )
* ব্লগ বা ওয়েব সাইট রেডি করা (সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ব্লগ বা ওয়েব সাইট তৈরি করা)
* প্রোডাক্ট রিভিউ লিখা ( কাস্টমারকে পণ্য প্রদর্শণ ও লেখনির মাধ্যমে পণ্য কেনায় উৎসাহিত করতে)
* সাইটে টার্গেট ট্রাফিক আনা (এসইও, এসএমএম etc এর মাধ্যমে টার্গেটেড ট্রাফিক আনার ব্যবস্থা)

***পণ্য নির্বাচণ করবেন যেভাবে***
----------------------------------------

আপনাকে বিশেষ কোনো বিষয় বা ক্রাইটেরিয়ায় পণ্য অ্যাফিলিয়েটের জন্য নির্বাচণ করতে হবে। আপনি যদি ভুল পণ্য বা ক্রেতার চাহিদার বাইরের কোনো পণ্য নির্বাচণ করেন, সেক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে ঐ পণ্যটি বিক্রয় করতে অসমর্থ হবেন এবং এমনকি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন। কোনো পণ্য প্রমোট করার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে।

* পণ্য অবশ্যই আপনার সাইট সংশ্লিষ্ঠ হতে হবে
* আপনি প্রতিটি পণ্য বা সেবা বিক্রি করে কি পরিমাণ কমিশন পাবেন
* আপনার প্রমোট করা পণ্যটি অবশ্যই কোয়ালিটির দিকে উন্নত হতে হবে
* ভালো ট্রাফিক পাওয়ার উপযোগি পণ্য নির্বাচণ করতে হবে
* মাল্টি লেভেল টিয়ার অ্যাফিলিয়েট প্রোগ্রাম ব্যবহার করা ভালো
* পণ্য বা সেবা বিক্রিয়ের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে যদি কমিশনের পরিমান বাড়তে থাকে তাহলে সেটাই ভালো।
* একবার বিক্রি হয় এমন পণ্যের চেয়ে যেসব পণ্য বা সেবা (যেমন ডোমেইন, হোস্টিং, একাধিক সংস্করণের ই-বুক প্রমোট করার জন্য) নির্বাচণ করা ভালো।

আপনি কোনো বিষয়ে পণ্য বা সেবা প্রমোট করার জন্য অ্যাফিলিয়েট প্রোডাক্ট ডিরেক্টরি, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অ্যাফিলিয়েট মার্কেটার্স ফোরাম অথবা ঐ পণ্য বা সেবা উৎপাদনকারীর ওয়েব থেকে বিক্রির জন্য পণ্য বা সেবা খুঁজে পেতে পারেন। নিচে অ্যাফিলিয়েট পণ্য খোঁজার জনপ্রিয় ও উল্লেখযোগ্য কয়েকটি সাইটের ঠিকানা দেওয়া হলো।

Click Bank ( www.ClickBank.com )
Commission Junction ( www.cj.com )
Amazon Affiliates (affiliate-program.amazon.com)
E-junkie ( www.e-junkie.com )
AffiliateWindow ( affiliatewindow.com )
Plimus
CPAempire
Google Affiliate Network Program

***কিওয়ার্ড রিসার্স****
-----------------------------

সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনার ব্লগে প্রমোট বা অ্যাফিলিয়েট করা পণ্য বা সেবা সম্পর্কে আপনার প্রকাশিত কনটেন্ট এ ভিজিটর আনতে পরোক্ষভাবে আপনার অ্যাফিলিয়েট পণ্য বিক্রি করতে কিওয়ার্ড রিসার্চ একটি জরুরী বিষয়। একটি প্রিন্সিপাল কিওয়ার্ড ছাড়া সার্চ ইঞ্জিনের প্রথম দিকে আসা মুশকিল। এক্ষেত্রে আপনি কিওয়ার্ড রিসার্চ টুলের মাধ্যমে আপনার পছন্দের পণ্যটির ভবিষৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারেন। কিওয়ার্ড রিসার্চের সবচেয়ে প্রধান বিষয় হলো একটি লাভবান কিওয়ার্ড খুঁজে বের করা যেটি সম্পর্কে আপনি ব্লগ বা সাইটের কনটেন্ট ডেভেলপ করবেন। আর এর জন্য একটু ভালো গবেষনা করা প্রয়োজন। কিছু কিওয়ার্ড লিস্ট তৈরি করা প্রয়োজন। এখানে কিওয়ার্ড লিস্ট তৈরি করার কয়েকটি ধাপের কথা উল্লেখ করা হলো-

আপনার পণ্য বা সেবা সংশ্লিষ্ঠ কিওয়ার্ড হতে হবে
ফ্রেজিয়াল সার্চ কিরম হয় সেটাও দেখা জরুরি
কিওয়ার্ডটির অনেক চাহিদা থাকতে হবে বিশেষ করে একশন কিওয়ার্ড
সার্চে ঐ বিষয়ে যত কম রেজাল্ট দেখাবে তত ভালো
কিওয়ার্ডটির কম্পিটীশন কম থাকা বাঞ্চনিয়
সার্চ ইঞ্জিনে প্রতিযোগিতায় অবশ্যই আপনাকে সহজভাবে জিততে হবে।

***ব্লগ বা ওয়েব সাইট রেডি করা***
------------------------------------------

এই পর্যায়ে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে প্লান করে নিন আপনি কিভাবে এফিলিয়েট করতে চান। ব্লগ লিখে নাকি নিশ সাইট তৈরি করে। সেই অনুযায়ী আপনাকে ব্লগ বা নিশ সাইট রেডি করতে হবে। আসুন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ব্লগ বা নিশ সাইট কি তা জেনে নেই...

অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ব্লগঃ সাধারণত একটি ব্লগ বিভিন্ন ক্যাটাগরি বা বিষয়ে লেখা হয়ে থাকে। কিন্তু যখন আপনি কোনো টপিক নিয়ে লিখবেন সেক্ষেত্রে আপনাকে সংশ্লিষ্ঠ বিষয়টি নিয়ে ইন্টারনেটে সার্চ ও গবেষনা করতে হবে। উদাহরণ স্বরুপ আপনি যদি ওয়েব হোস্টিং নিয়ে ব্লগিং করেন, সেক্ষেত্রে আপনি হোস্টিং কোম্পানির সাথে অ্যাফিলিয়েট হিসেবে সাইন-আপ করতে পারেন এবং ওয়েব হোস্টিং নিয়ে আপনার লেখার মধ্যে ঐ কোম্পানির অ্যাফিলিয়েট লিংকটি বসিয়ে দিতে পারেন। একইভাবে আপনি ওয়েব মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, বিশেষ কোনো দেশে ট্রাভেলিং বা এমন কোনো নিদ্দিষ্ট বিষয়ে লিখতে পারেন। আপনি ব্লগে এই সম্পর্কিত পণ্য বা সেবার রিভিউ লিখতে পারেন, যেটা পড়ে ভিজিটররা আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে পণ্য বা সেবা কেনার জন্য উৎসাহিত হতে পারেন।

অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য নিশ সাইটঃ নিশ সাইট তৈরি বা লেখালেখি ব্লগিং থেকে কিছুটা ভিন্ন। এক্ষেত্রে আপনাকে একটি নিদ্দিষ্ট বিষয়ের উপর সাইট তৈরি করতে হবে। উদাহরণস্বরুপ আপনি যদি ল্যাপটপের চার্জার নিয়ে লিখতে চান, সেক্ষেত্রে আপনাওে এ সাইটের সব কনটেন্ট ল্যাপটপের চার্জার সংশ্লিষ্ঠ কনটেন্ট লিখতে হবে।

***প্রোডাক্ট রিভিউ লিখা***
-------------------------------

এই পর্যায়ে আপ্নাকে আপনার পন্যের বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাইটে রিভিউ লিখতে হবে, আপনাকে জানাতে হবে কেন এই পণ্যটি একজন ক্রেতার জন্য উপযোগী। আপনি কোনো বিষয়ে ব্লগ আর্টিকেল, সাইট কনটেন্ট বা কোনো পণ্য বা সেবার রিভিউ লিখতে লিখে প্রমোট করতে পারেন। অথবা এ সংশ্লিষ্ঠ সেরা সাইটগুলো সম্পর্কে লিখতে পারেন। মোটকথা আপনার টপিকের উপর ভিত্তি করে লেখা হতে হবে, যেটি ভিজিটরদের ঐ পণ্য বা সেবা গ্রহণে আগ্রহী করবে।

***সাইটে টার্গেট ট্রাফিক আনা***
--------------------------------------

ব্লগ বা সাইটে ট্রাফিক আনার ক্ষেত্রে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যম রয়েছে। সাইটে ট্রাফিক আনার ক্ষেত্রে অনলাইন মার্কেটিংয়ের গুরুত্ব অনেক। এটি পেইড এবং ফ্রি দুইভাবেই হতে পারে। সুতরাং ট্রাফিক বৃদ্ধির জন্য উল্লেখযোগ্য স্টেপ গুলো নিচে দেখানো হোল...

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন
পিপিসি
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
ইমেইল মার্কেটিং

আপনি যে মেথডটিই ব্যবহার করেন না কেনো সেটি যথার্থভাবে করতে পারলে পর্যাপ্ত ট্রাফিক পাওয়া সম্ভব হবে। ট্রাফিক না থাকলে প্রডাক্ট সেল করবেন কার কাছে !!! আমরা হয়তো অনেকেই জানি ট্রাফিক = টাকা ( Traffic = Money)। যখন আপনার ব্লগ বা সাইটে ভালো ট্রাফিক আসতে শুরু করবে তখন আপনি এই ট্রাফিকগুলোকে sells এ রূপান্তর করতে পারবেন আর আয় হবে হাজার হাজার ডলার। যার মাধ্যমে আপনি আপনার কাংখিত আয় করতে পারবেন।প্রতিটি মেথড নিয়েই বিস্তর আলোচনা করা যায়। আশাকরি প্রতিটি বিষয়ে আলাদা লেখা নিয়ে এই ব্লগেই হাজির হবে খুব শিঘ্রই। নিজে নিজে এই মেথডগুলো সম্পর্কে ধারণা পেতে সংশ্লিষ্ঠ বিভিন্ন ব্লগ, বই, গ্রুপ ও ফোরামে যুক্ত হতে পারেন। এক্ষেত্রে ভালো ফলাফল পাবেন আশাকরি।