সোমবার, ৭ জানুয়ারী, ২০১৩

Website Block


কম্পিউটারে যে কোন Website Block বা বন্ধ করে রাখুন

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সাইট ভিসিট করে থাকিকম্পিউটারে ওয়েবসাইট ব্লক করে রাখাটা তেমন জরুরী না হলেও অনেক সময় এটি অনেকের খুবকাজে আসতে পারে যেমন ধরুন আপনার কম্পিউটারে বাসার ছোটরাও ইন্টারনেট ব্যবহার করেএবং আপনি চাচ্ছেন তারা যেন ফেসবুকের প্রতি বা অন্য কোন সাইটের প্রতি আসক্ত হয়ে না পড়েতাই নির্দিষ্ট কোন সাইট আপনার কম্পিউটারে বন্ধ করে রাখবেন কিংবা যারা সাইবার ক্যাফে খুলেবসেছেন তাদের এইটা খুব বেশী কাজে আসতে পারে সাইবার ক্যাফেতে বিভিন্ন মানুষ কম্পিউটারব্যবহার করে তাই আপনি যেসব ওয়েবসাইট আপনার সাইবার ক্যাফেতে ভিসিট করা থেকেসবাইকে বিরত রাখতে চান সেগুলো আপনার ইচ্ছামত বন্ধ করে রাখতে পারেন



এবার কাজটি কিভাবে করবেন সেটা বলে দেই প্রথমে My Computer  প্রবেশ করুন এখনC:\WINDOWS\system32\drivers\etc এই ফোল্ডারে যান এবং hosts ফাইলটি Notepad এর সাহায্যে ওপেনকরুন এখন লক্ষ করুন ফাইলটির শেষের দিকে 127.0.0.1 localhost একটি লাইন আছে ওই লাইনটারনিচে 127.0.0.1 http://www.youtube.com উপরের এই লাইনটি যোগ করে দিন অথবা 127.0.0.1 নাম্বারটালিখে একটা স্পেস দিয়ে আপনার ইচ্ছামত যে কোন ওয়েবসাইটের ঠিকানা দিয়ে ফাইলটি সেভ দিয়েবন্ধ করে দিন এখন আপনার Block করা সাইটটি ব্রাউজ করে দেখুন ওপেন হবেনা আবার যদিUnblock বা পূণরায় সাইটটি খুলতে চান তাহলে আগের গিয়ে hosts ফাইলটি ওপেন করে ব্লককৃতওয়েবসাইটটির নাম ডিলেট করে দিয়ে ফাইলটি সেফ করে দিন [বিঃদ্রঃ প্রতিবার কোন ওয়েব সাইটBlock কিংবা Unblock করার সময় আপনার ব্রাউজার বন্ধ রাখুন তা না হলে দেখা যাবে ব্লক করার পরওসাইটটি খুলে যাচ্ছে কিংবা আনব্লক করার পরও সাইটটি ব্লক হয়ে আছে কিছু কিছু সময় ব্রাউজারবন্ধ রাখলেও এইরকম সমস্যা হতে পারে এক্ষেত্রে আপনার ইন্টারনেট সংযোগ বন্ধ করে আবারসংযোগ দিয়ে কাজ করুন দেখবেন ঠিকভাবে কাজ করবে]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন