শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৩

submit our site

আজ বলব বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাইট সাবমিট করার সম্বন্ধে। তাহলে দেখা যাক কোন সার্চ ইঞ্জিনে সাইট কিভাবে সাবমিট করবেন।

google

গুগলে সাইট সাবমিট করতে হলে https://www.google.com/webmasters/tools/submit-url?pli=1
যে পেজটি আসবে তাতে আপনার সাইটের ইউআরএল দিয়ে সাবমিট করুন। ব্যস হয়ে গেল এবার কিছু সময়ের মধ্যেই গুগল আপনার সাইটকে ইনডেক্স করবে।

yahoo

ইয়াহূতে আপনার সাইট সাবমিট করার জন্য http://search.yahoo.com/ যান। তারপর সাইট সাবমিটে ক্লিক করুন ছবিতে দেখানো অংশের মত।
এবার যে পেজটি আসবে তা থেকে সাবমিট ইউর সাইট ফ্রিতে ক্লিক করুন।

এবার সাবমিট এ ওয়েবপেজ এ ক্লিক করুন।
এই পেজের ঘরটিতে আপনার সাইটের ইউআরএল টি লিখে সাবমিট ইউআরএল এ ক্লিক করুন।

মাইক্রোসফটের বিং

ঈদানিং কালে সার্চ ইঞ্জিন হিসেবে বিং এর জনপ্রিয়তা বেশ তুঙ্গে। তাই একেও এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। বিং এ সাবমিট করতে http://www.bing.com/toolbox/submit-site-url আর আপনার সাইটের ঠিকানা লিখে সাবমিট করুন।
তবে সার্চ ইঞ্জিনে ইনডেক্স হলেও তাতে উন্নতি একটা ধারাবাহিক ব্যাপার এখানে ধাপে ধাপে উন্নতি করতে হয়। একদিনেই উন্নতি সম্ভব নয়। তাই নিয়মিত পরিশ্রম করে যেতে হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন